ফ্রান্সিসের পর কে হবেন পরবর্তী পোপ?

প্রয়াত পোপ ফ্রান্সিস। ফাইল ছবি: ডয়চে ভেলে
প্রয়াত পোপ ফ্রান্সিস। ফাইল ছবি: ডয়চে ভেলে

ফ্রান্সিসের মৃত্যুর পর বেছে নেওয়া হবে তার তার উত্তরসূরি। বিশেষজ্ঞদের মতে এশিয়া, আফ্রিকা, উত্তর অ্যামেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্যে থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভাবনা বেশি।

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে নানান ধর্মীয় আচার মেনে অনুষ্ঠিত হয়ে কনক্লেভ। সেখান থেকে নির্বাচিত হন নতুন পোপ।

শুধুমাত্র ৮০ বছরের নিচের কার্ডিনালরা এই কনক্লেভে ভোট দিতে পারবেন। প্রায় ১২০ জনের এই সভায় উপস্থিত থাকার কথা।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে নতুন পোপ হওয়ার দৌড়ে যারা এগিয়ে আছেন, তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলে

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলে। ছবি: ডয়চে ভেলে
কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলে। ছবি: ডয়চে ভেলে

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলের বয়স ৬৭ বছর। তিনি ফিলিপাইনের নাগরিক। ভ্যাটিকানের ইভাঞ্জেলাইসেশন প্রধান তিনি।

টাগলে 'এশিয়ার ফ্রান্সিস' নামেও পরিচিত। ঠিক যেমন ফ্রান্সিস অ্যামেরিকা ভূখণ্ড থেকে উঠে আসা পোপ ছিলেন, নির্বাচিত হলে টাগলে হবেন এশিয়ার প্রথম পোপ। সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়া এই ধর্মযাজকের পোপ হওয়ার দৌড়ে পাল্লা ভারি। তবে কারিতাস ইন্টারনাশিওনালিস নামের ক্যাথোলিক চ্যারিটি সংস্থার প্রধান থাকার সময় তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক 'বুলিং' এর অভিযোগ ওঠে। ২০২২-এ তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিন

কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। ছবি: ডয়চে ভেলে
কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। ছবি: ডয়চে ভেলে

পিয়েত্রো পারোলিনের বয়স ৭০। তিনি ইতালির মানুষ। ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট ছিলেন।

২০১৩ থেকে ফ্রান্সিসের সেক্রেটারি অব স্টেট হিসেবে কর্মরত এই কার্ডিনাল পোপ হওয়ার অন্যতম দাবিদার। এতদিন তিনি পোপের পর ভ্যাটিকানের দ্বিতীয় উচ্চতম আসনে ছিলেন। চার্চের বিভিন্ন উপদলের মধ্যে তিনি সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন। কমিউনিস্ট-শাসিত চীনে বিশপ নির্বাচনে মত দেওয়ার কারণে রক্ষণশীলদের বিরাগভাজন হয়েছিলেন তিনি।

কার্ডিনাল পিটার টার্কসন

কার্ডিনাল পিটার টার্কসন। ছবি: ডয়চে ভেলে
কার্ডিনাল পিটার টার্কসন। ছবি: ডয়চে ভেলে

পিটার টার্কসনের বয়স ৭৬। তিনি ঘানার নাগরিক। ভ্যাটিকানের কূটনৈতিক দূত হিসেবে কর্মরত আছেন তিনি।

নির্বাচিত হলে প্রথম আফ্রিকান পোপ হতে পারেন টার্কসন। ঘানায় ধর্মযাজকের কাজের পাশাপাশি তিনি একজন কূটনৈতিক হিসেবে এবং ভ্যাটিকানের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রয়াত পোপ ফ্রান্সিস তার ওপর দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন।    

কার্ডিনাল মার্ক ওয়েল

কার্ডিনাল মার্ক ওয়েল। ছবি: ডয়চে ভেলে
কার্ডিনাল মার্ক ওয়েল। ছবি: ডয়চে ভেলে

কানাডা থেক আগত কার্ডিনাল মার্ক ওয়েলের বয়স ৭৯। তিনি ভ্যাটিকানের বিশপ অফিসের সাবেক প্রধান।

ওয়েল দীর্ঘদিন ধরে ভ্যাটিকানের সঙ্গে কাজ করছেন। তার অভিজ্ঞতা তাকে পোপ হওয়ার দৌড়ে সামনের সারিতেই রাখবে। ধর্মতাত্ত্বিত রক্ষণশীলতা ও বহুভাষাবিদ হওয়ার কারণে তিনি চার্চের রক্ষণশীল পরিসরে জনপ্রিয়।

কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গো

কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গো। ছবি: ডয়চে ভেলে
কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গো। ছবি: ডয়চে ভেলে

ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গোর বয়স ৬৫। তিনি কঙ্গোর মানুষ। কিনশাসার আর্চবিশপ হিসেবে কর্মরত আছেন।

ধর্মযাজক মহলে তিনি আফ্রিকার উঠতি তারকা। রক্ষণশীল পাঠের সঙ্গে সামাজিক সুরক্ষাকে মেলান তিনি। আফ্রিকায় ক্রমবর্ধমান চার্চের ভিড়ে তিনি সামনের সারির মুখ। একই সঙ্গে সমকামী যুগলদের আশির্বাদ না করার পক্ষে সুর তুলে সারা পৃথিবীর নজর কেড়েছিলেন।

মাট্টেয় জুপ্পি

মাট্টেয় জুপ্পি। ছবি: ডয়চে ভেলে
মাট্টেয় জুপ্পি। ছবি: ডয়চে ভেলে

ইতালির বাসিন্দা মাট্টেয় জুপ্পির বয়স ৬৯। তিনি বোলোনার আর্চবিশপ।

ফ্রান্সিসের সঙ্গে জুপ্পির আদর্শগত মিল আছে। সরল জীবনযাপন, গরিব ও অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য তাকে 'স্ট্রিট প্রিস্ট বা পথের ধর্মযাজক' বলা হয়।

জ্যঁ-মার্ক আভেলাইন

জ্যঁ-মার্ক আভেলাইন। ছবি: ডয়চে ভেলে
জ্যঁ-মার্ক আভেলাইন। ছবি: ডয়চে ভেলে

ফরাসি নাগরিক জ্যঁ-মার্ক আভেলাইনের বয়স ৬৬। তিনি মার্সেইয়ের আর্চবিশপ।

অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ফ্রান্সিসের সঙ্গে আভেলাইন সমমনোভাবাপন্ন ছিলেন। নির্বাচিত হলে চতুর্দশ শতাব্দীর পর প্রথম ফরাসী পোপ হবেন তিনি।

কার্ডিনাল পিটার এর্ডো

কার্ডিনাল পিটার এর্ডো। ছবি: ডয়চে ভেলে
কার্ডিনাল পিটার এর্ডো। ছবি: ডয়চে ভেলে

এস্টেরগম-বুদাপেস্টের আর্চবিশপ কার্ডিনাল পিটার এর্ডোর বয়স ৭২।

এর্ডো ২০১৩ সালেও পোপ পদপ্রার্থী ছিলেন। রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও ফ্রান্সিসের উদারপন্থি মতধারার প্রচারক হিসেবে কাজ করেছেন তিনি।

রয়টার্স, এএফপি

 

Comments

The Daily Star  | English

Private airlines caught in a bind

Bangladesh’s private airline industry is struggling to stay afloat, hobbled by soaring fuel prices, punitive surcharges, and what operators describe as unfavourable policies. Of the 10 private carriers that have entered the market over the past three decades, only two -- US-Bangla Airlines and A

9h ago