‘এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে বলে মনে করেন না তারা।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জোরাল করতে করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোট এবং পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে পৃথক বৈঠকে করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের লিয়াজোঁ কমিটি।

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর নজরুল ইসলাম খান বলেন, 'আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‍যারাই রাজপথে ছিলেন, সবার সঙ্গে আলোচনা শুরু করেছি কী করা যায় তা নিয়ে। আলোচনা শেষে আমরা বলব, কী করা যায় বা কী করা যায় না।'

তিনি বলেন, 'আমরা মনে করি না যে তেমন কিছু দরকার হবে। কারণ, আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, এটা আমরা আশা করি।'

'কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি, সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। সরকার যাতে সেরকম কাজ করেন, সেজন্য আমরা আমাদের মতামত তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার সেটা শুনবে, শুনে কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি,' যোগ করেন তিনি।

১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামালের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম খান প্রমুখ।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন।

Comments

The Daily Star  | English

Attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

2h ago