গাজীপুরে সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় কারাগারে ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাফারি পার্ক থেকে একসঙ্গে তিনটি লেমুর চুরির ঘটনায় দু'জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ শুক্রবার রাত ১০টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'চুরির ঘটনায় গত ৭ এপ্রিল মামলা রুজু হয়। পরে জহিরুল ইসলাম ও নিপেন মাহমুদ গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গত ২৩ মার্চ দিবাগত রাতে পার্কের বেস্টনির নেট কেটে তিনটি লেমুর চুরি করে দুর্বৃত্তরা। এখনো তার আলামত রয়েছে।
'আমরা আশপাশে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। পরে ২৪ তারিখ থানায় জিডি করি। এ ঘটনায় বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়,' বলেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৫ আগস্টের পরে পার্কে দুইবার চুরি হয়েছে। তার আগেও হয়েছে। পার্কের সীমানা প্রাচীর নিচু, তাই নেট কেটে চুরি করা সহজ। এছাড়া নিরাপত্তা প্রহরী নেই। এছাড়া ৫ আগস্টের পরে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে।
পার্কে বিভিন্ন জাতের এক হাজার ৩০০টির বেশি প্রাণী রয়েছে। যে কোনো সময় অন্য প্রাণী চুরি হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
Comments