নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এনসিপির দাবিতে ব্যত্যয় ঘটার কারণ নেই: পরিবেশ উপদেষ্টা

সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বা এনিসিপির দাবির কারণে নির্বাচনের ঘোষণার ব্যত্যয় ঘটার কারণ নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

উপদেষ্টা বলেন, 'গত ৮ আগস্টের পরিপ্রেক্ষিত আর আজকের পরিপ্রেক্ষিত বেশ ভিন্ন। তখন আমরা একরকম মানসিক অবস্থায় ছিলাম। এখন একটা অবস্থায় এসেছি।'

তিনি আরও বলেন, 'সরকারপ্রধান থেকে স্পষ্ট করা হয়েছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এখন এটুকুই আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে।'

নির্বাচন বিষয়ক এনসিপির দাবি সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, 'এনসিপি রাজনৈতিক অবস্থান থেকে তাদের রাজনীতি করে। তাদের দাবি তারা কীভাবে আদায় করবে সেটা তাদের ব্যাপার। এটার সঙ্গে সরকারের নির্বাচনের ঘোষণার কোনো ব্যত্যয় ঘটার কোনো কারণ আমি দেখি না।'

তিনি আরও বলেন, 'সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক নির্বাচন কমিশন নিশ্চয়ই প্রস্তুতি নেবে। এনসিপির দাবি অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় নয়।'

 

Comments