গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এইচ ডি এফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেয় বলে জানায় পুলিশ।
শ্রমিকেরা জানান, মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা বিক্ষোভ করছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
সকাল ১১টা ২০ মিনিটে মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টা ২০ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এইচ ডি এফ পোশাক কারখানার মালিক বা কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
Comments