মডেল মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি: আইন উপদেষ্টা

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: ইউএনবির সৌজন্যে

বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল ও অভিনেত্রী মেঘনা আলমের বিষয়ে তদন্ত সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মেঘনাকে ৩০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়েছে, তবে তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া এখনও ঠিক হয়নি বলে জানান তিনি।

আজ রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা৷

তিনি জানান, মডেল মেঘনার ব্যাপারে কিছু অভিযোগ আছে, সে বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সবকিছু যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মেঘনাকে গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, 'তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া এখনও ঠিক করেনি প্রশাসন।'

এর আগে ৯ এপ্রিল রাতে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মডেল মেঘনাকে আটক করে পুলিশ। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দেন আদালত। মেঘনা এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তে শেখ হাসিনা সরকার গড়িমসি করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ড. আসিফ নজরুল। এ ঘটনায় সিআইডির প্রাথমিক তদন্তে যাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় আওয়ামী সরকারের আমলে দায়ের করা সাত হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয় সুপারিশ করেছে বলেও জানান তিনি।

তবে এই কার্যক্রম পরিচালনার সময় হয়রানি ছাড়াও অন্য মামলাও আসে উল্লেখ করে তিনি বলেন, 'রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারের সময় কিছু ভিন্ন মামলাও চলে আসে। আমাদের অফিসাররা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে।'

Comments

The Daily Star  | English

Govt bans AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

16m ago