সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয় করতে নিজের শিশু সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে দায়ের মামলায় শারমীন শিলাকে (ক্রিম আপা) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক রমজান দেওয়ান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অনলাইনে ভিউ পেতে দুই শিশু সন্তানের সঙ্গে অমানবিক আচরণ করে ভিডিও কনটেন্ট তৈরির অভিযোগ এনে গত রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।'

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভার উপজেলার আশুলিয়ার বাসিন্দা শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। এছাড়া নিজের ছেলে-মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দেন।

এতে আরও উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ বিকেল ৪টার দিকে নিজের তিনি ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়। তাতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়েকে (আনুমানিক দুই বছর বয়সী) জোর করে একহাত দিয়ে মুখে চেপে ধরে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন।

কনটেন্ট তৈরি করতে এর আগেও তিনি ছেলে-মেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে জোর করে চুল কেটে দিয়েছেন, গালিগালাজ করেছেন ও শারীরিক নির্যাতন করেছেন। ভাইরাল হওয়ার জন্য তিনি এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে নিষ্ঠুরতা করেছেন, বলা হয় এজাহারে।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

Bangladesh Bank withdraws its dress code for officials amid criticism

Bangladesh Bank retracts dress code following governor's directive

1h ago