এখন পুলিশ মবকে ভয় পাচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ এখন আর জনতার ভয়ে পিছু হটে না।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'মবকে এখন পুলিশ ভয় পাচ্ছে না। এটা অনেক কমে আসছে। সিলেটে যে ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। অনেককেই ধরা হয়েছে। এখানে কাউকে ছাড় দেওয়া হয়নি—কে কার ভাই বা আত্মীয়, সেটা দেখা হয়নি। অন্যায় করলে শাস্তি পেতেই হবে।'

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় উপদেষ্টা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যান বিমানবন্দর থানা পরিদর্শনে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পুলিশের মানসিকতা পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, 'চেঞ্জ অনেক হয়েছে। রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো ছিল—যে যাই বলুক।'

অস্ত্র উদ্ধার বিষয়ে উপদেষ্টা বলেন, 'অস্ত্র যতটা প্রত্যাশা করেছিলাম, ততটা উদ্ধার হয়নি। তবে চেষ্টা চলছে। বাইরে অস্ত্র থাকলে কিছুটা হুমকি থেকেই যায়।'

আসামি ছিনতাই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যারা ছিনতাই করছে, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। আপনারা যদি সত্যি ঘটনা জানেন, সঙ্গে সঙ্গে আমাদের জানান, ব্যবস্থা নেওয়া হবে।'

'তবে পুলিশের গাড়ি ও সরঞ্জামের ঘাটতি এখনো রয়ে গেছে। অনেক গাড়ি পুড়ে গেছে, থানাও পুড়েছে। নতুন গাড়ি পর্যন্ত কিনে দেওয়া যায়নি। কারণ, বরাদ্দের প্রক্রিয়ায় দেরি হয়,' বলেন তিনি।

লালগালিচা দেখে ক্ষোভ

থানায় পৌঁছে লালগালিচা ও মঞ্চ দেখে ক্ষুব্ধ হন উপদেষ্টা। তিনি লাল গালিচায় না উঠে থানার সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এরপর সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিমকে লালগালিচা সরাতে বলেন।

ঘটনাস্থলে উপদেষ্টাকে বলতে শোনা যায়, 'এগুলো ওঠাও...না করেছি যেটা, কেন রাখছ থানায়? এখনই ওঠাও।' 

কমিশনার তখন বলেন, 'প্রথমবার আসছেন বলে...।' 

তখন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'আমি বারবার বলেছি, এগুলো হবে না। প্রটোকল করতে করতে সময় শেষ। আসল কাজ করতে পারছ না।'

পরে তিনি থানার ভেতরে প্রবেশ করলে লালগালিচা সরিয়ে নেওয়া হয়। এরপর তিনি কমিশনারসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

Comments

The Daily Star  | English

All 3 major parties backed Yunus' leadership: press secretary

Expressed support for a free, fair, and peaceful election under his administration, says Shafiqul Alam

30m ago