আনচেলত্তির হুঁশিয়ারি, ‘বার্নাব্যুতে এর চেয়েও অদ্ভুত ঘটনা ঘটেছে’

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্রথম লেগে অন্তত তিন গোলের ব্যবধানে হারের পর কখনও ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের অভিধানে তো অসম্ভব বলে কোনো শব্দের অস্তিত্ব নেই!

আর্সেনালের বিপক্ষে বাঁচা-মরার দ্বিতীয় লেগের আগেও তাই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে স্প্যানিশ পরাশক্তিরা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তনের আরেকটি গল্প লেখার জন্যই নামবে দলটি, জানালেন কোচ কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে বিবর্ণ পারফরম্যান্সে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে সেয়ানে সেয়ানে লড়াই হলেও দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে তারা। ডেকলান রাইস অসাধারণ দুটি ফ্রি-কিকে সরাসরি গোল করার পর জাল খুঁজে নেন মিকেল মেরিনো।

এতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। শিরোপা ধরে রাখতে হলে আগামী বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তাই নজরকাড়া কিছু করে দেখানোর চ্যালেঞ্জ তাদের সামনে।

বার্নাব্যুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নজির অনেক আছে রিয়ালের। সবশেষ কয়েকটি মৌসুমেও তা দেখা গেছে। পরের ম্যাচটি ঘরের মাঠে বলেই আনচেলত্তি পাচ্ছেন বিশ্বাসের মন্ত্র, 'আমাদের ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আর আমরা যেভাবেই হোক না কেন চেষ্টা করব। দেখা যাক, আমরা তা করতে পারি কিনা।'

'মনে হচ্ছে, এই রাতের পর আর কোনো সুযোগ নেই। তবে ফুটবলে সব সময়ই ঘটনা বদলে যায়। কেউ আশা করেনি যে, আর্সেনাল দুটি ফ্রি-কিক থেকে গোল করবে, কিন্তু এরকম কিছুই ঘটতেই পারে। আর ঘুরে দাঁড়ানোটা খুবই কঠিন হলেও বার্নাব্যুতে এর চেয়েও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে।'

৫০ বছর আগের একটি ঘটনা থেকে চাইলে অবশ্য প্রেরণা নিতে পারে রিয়াল। এই টুর্নামেন্টের নাম আগে যখন ছিল ইউরোপিয়ান কাপ, তখন একবার তিন গোলের ব্যবধানে হারের ধাক্কা সামলে নিয়েছিল তারা। সেটা ছিল ১৯৭৫-৭৬ মৌসুমের দ্বিতীয় রাউন্ড। প্রথম লেগে ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলে পরাস্ত হয়েছিল লস ব্লাঙ্কোরা। এরপর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৫-১ গোলে জিতে উল্লাসে মেতেছিল।

শুধু যে বর্ষীয়ান ইতালিয়ান কোচ আনচেলত্তিই ইংলিশ ক্লাব আর্সেনালকে হুঁশিয়ার করেছেন তা নয়। রিয়ালের অনেক উত্থানপতনের সঙ্গী অভিজ্ঞ স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাজকেজও আগেই ভেঙে পড়তে নারাজ।

কোচের সুরে ভাজকেজ বলেছেন, 'যদি পৃথিবীতে এমন কোনো দল থেকে থাকে, যারা এমন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তাহলে সেটা আমরা, আমাদের স্টেডিয়ামে আমাদের ভক্তদেরকে সঙ্গে নিয়ে। আগামী বুধবার রাতের ম্যাচটি হবে ভিন্ন এবং আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ লড়াই করব।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

4h ago