চট্টগ্রামে বন্য হাতি হত্যা করে দাঁত নিয়ে গেলো শিকারিরা

হাতি হত্যা
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিকারিরা একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে।

আজ বুধবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী রেঞ্জের অংশ চেচুরিয়ায় একটি সংরক্ষিত বনাঞ্চলে ৭ থেকে ৮ বছর বয়সী পুরুষ হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিশ্চিত করে যে শিকারিরা হাতিটিকে হত্যা করার পর প্রাণিটির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে।

তিনি বলেন, 'হাতিটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটির পিঠে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।'

জলদী রেঞ্জের রেঞ্জার শাহ আলম বলেন, হাতিটিকে দুই বা তিন দিন আগে হত্যা করা হতে পারে।

এই ঘটনাটি আবারও এই অঞ্চলে হাতি শিকারের ঘটনা সামনে এসেছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে কমপক্ষে ১০২টি বন্য হাতি মারা গেছে গত এক দশকে।

বন বিভাগের অধীনস্ত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুসারে, এরমধ্যে ১৬টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আর পাঁচটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, ৫৩টি হাতি 'বার্ধক্যজনিত জটিলতা' বা হৃদরোগের মতো 'প্রাকৃতিক কারণে' মারা গেছে। কমপক্ষে ১৭টি দুর্ঘটনায় মারা গেছে, বাকি মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি।

এই সময়ের মধ্যে, এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে ৪৪ জন মারা গেছে।

কিন্তু হাতি হত্যায় মাত্র ১৮টি মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

4h ago