'কিছুই শেষ হয়নি, বার্নাব্যুতে আরেকটি ম্যাচ বাকি'

প্রসঙ্গটা যখন চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে রিয়াল মাদ্রিদের ধারে কাছে নেই আর্সেনাল। আসরটির রাজাই বলা হয় লস ব্লাঙ্কোসদের। অথচ গানারদের কাছেই আগের রাতে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এখনও সব শেষ হয়ে যায়নি বলে মনে করেন দলটির তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও। জানিয়ে দিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ এখনও বাকি।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। তবে এই ব্যবধানটা আরও বড় হতে পারতো — যদি না গোলরক্ষক থিবো কোর্তোয়া ঢাল হয়ে না দাঁড়াতেন।

তবে দলটা রিয়াল মাদ্রিদ বলেই আশা ছাড়ছেন না আসেনসিও। আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর মিক্সড মুভিস্টার প্লাসের সঙ্গে কথা বলেন এই ডিফেন্ডার। নিজের দল কেন পারফর্ম করতে পারল না, তা পুরোপুরি না বুঝলেও 'মেরেঙ্গে' অ্যাকাডেমির এই ফুটবলার বিশ্বাস করেন, বার্নাব্যুর জাদুই পারে সবকিছু পাল্টে দিতে।

ভুলে যাওয়ার মতো এক রাত পার করে ঘরের মাঠে ফিরতি লেগের অপেক্ষায় থাকা এই তরুণ বললেন, 'খেলাটা খুব জটিল ছিল। আমরা শতভাগ দিতে পারিনি। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমরা সেটার জন্য কাজ করব, এবং অবশই ঘুরে দাঁড়ানোর জন্য।'

রিয়াল মাদ্রিদ এই ফলাফল পালতে দিতে পারে বলেই বিশ্বাস করেন এই ডিফেন্ডার, 'দল হিসেবে খেললে, কঠোর পরিশ্রম করলে — যদি পৃথিবীতে কোনো দল এটা উল্টে দিতে পারে, তাহলে সেটা আমরাই। আমাদের সমর্থকদের দরকার। আমরা বিশ্বাস করি, আমরা পারব ঘুরে দাঁড়াতে।'

'ম্যাচটি কঠিন ছিল, কিছুই পরিকল্পনা অনুযায়ী হয়নি। ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। এখনো কিছুই শেষ হয়নি। বার্নাব্যুতে আরেকটি ম্যাচ বাকি আছে। আমাদের মনোবল চাঙা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং ঘরের মাঠেই ফল উল্টে দিতে হবে। আমরা হতাশ, কারণ এটা আমাদের প্রত্যাশা ছিল না। তবে আমরা বিশ্বাস করি, ঘুরে দাঁড়ানো সম্ভব,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago