খুলনায় বিক্ষোভ মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩ মামলায় আসামি ২৯০০

মঙ্গলবার শিববাড়ী এলাকায় ভাঙচুরের পর বাটা শোরুমের চিত্র। ছবি: প্রথম আলো

খুলনা শহরের শিববাড়ি মোড় এলাকায় বাটা এবং ময়লাপোতা মোড়ের কেএফসি ও ডোমিনোজ পিৎজার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নগরের সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার ৯০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় শহরের বিভিন্ন জায়গা থেকে ৩০ জনকে আটকের কথাও জানিয়েছে পুলিশ।

আজ বুধবার আটকৃতদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাটা শোরুমে হামলা ও লুটপাটের অভিযোগে শোরুম ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম ১ হাজার ২০০ থেকে তেরশ জনকে আসামি করে মামলা করেছেন। কেএফসি ব্যবস্থাপক সুজন মন্ডলের মামলায় আসামি করা হয়েছে আরও ৭০০–৮০০ জনকে। একইভাবে ডোমিনোজ পিৎজার ব্যবস্থাপক শামসুল আলম তার মামলায় ৭০০–৮০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেছেন।

প্রতিটি মামলার এজাহারে বাদীরা উল্লেখ করেছেন, তাদের প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। হামলাকারীরা নগদ টাকাসহ শোরুমের বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছেন।

 

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago