বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুন

বিয়ে করলেন টেলিভিশন অভিনেতা জামিল হোসেন। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ মুন। তিনিও একজন অভিনেত্রী। তাদের দীর্ঘদিনের প্রেম বিয়েতে পূর্ণতা পেল।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জামিল হোসেন নিজেই।
টেলিভিশন অভিনেতা জামিল হোসেন 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬' অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিত পান। তার স্ত্রী মুন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি হয়ে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়। বিজ্ঞাপনে মডেল ও 'কাগজ' নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন।
Comments