উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং পরে বিস্তারিত জানানো হবে।'

নিহতরা হলেন, কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও চাচাতো বোন শাহিনা বেগম।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, চাচাতো ভাইদের মধ্যে বিরোধপূর্ণ সীমানা প্রাচীরকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, 'আমি বর্তমানে হাসপাতালে আছি। মসজিদের খতিবসহ তিনজন মারা গেছেন। বাকি দুজন হলেন মান্নান ও তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।'

মোহাম্মদ আলী জানান, সংঘর্ষের একদিকে ছিলেন মামুন এবং অন্যদিকে ছিলেন মান্নান ও তার বোন শাহিনা। তিনজনই নিহত হয়েছেন।

Comments