বড় শট মারতে না পারায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিলক

ম্যাচের তখন ১৯তম ওভার। সমীকরণ মেলাতে মুম্বাই ইন্ডিয়ান্সের ১২ বলে দরকার ২৯ রান। ওই ওভারের পঞ্চম বলে আউট না হলেও, চোট না পেলেও বেরিয়ে যান তিলক। পরে জানা যায় আসলে চাহিদা মেটানো ঝড় ব্যাটিং করতে না পারাতে তাকে উঠিয়ে নেয় মুম্বাই।
ম্যাচ জিততে হলে দরকার বড় শট, কিন্তু কোনভাবেই তা পারছিলেন না তিলক বর্মা। এক পর্যায়ে তাকে আর ক্রিজে রাখতে চায়নি মুম্বাই। যদিও তাকে উঠিয়ে নিয়ে মিচেল স্যান্টনারকে নামিয়েও লাভ হয়নি। ২০৪ রান তাড়ায় ১২ রানে হারে মুম্বাই।
২১২ রানের লক্ষ্যে ৮৬ রানে তৃতীয় উইকেট পড়ার পর ক্রিজে যান তিলক। কিন্তু চাহিদার একদম বিপরীতে ছিলো তিলকের অ্যাপ্রোচ। তার মন্থর ঘরানার ব্যাটিংয়ে বেড়ে যায় রানের চাপ, ২৩ বলে ২৫ করা তিলক শেষ পর্যন্ত পড়েন বিব্রতকর পরিস্থিতিতে।
চোট ছাড়া কোন ব্যাটারের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা এটাই আইপিএলে প্রথম নয়, ১৮ আসর মিলিয়ে এমন নজিরও খুব বেশি নেই। এর আগে তিনজনের বেলায় ঘটেছে এমন ঘটনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাখঢাক না রেখেই কোচ মাহেলা জয়াবর্ধনে তিলককে তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন, 'এটা আসলে প্রয়োজনীয় হয়ে গিয়েছিলো। আমাদের দরকার ছিলো বড় শট, কিন্তু সে (তিলক) পারছিল না। ক্রিকেটে এমন দিন আসে কেউ চেষ্টা করেও পারে না। যখন আমরা দেখলাম সে ধুঁকছে তখন এটি (তাকে তুলে নেওয়া) করেছি।
'সে চেষ্টা করছিল উড়তে চাইছিলো, কিন্তু পেরে উটে নি। আমরা কয়েক ওভার অপেক্ষা করেছি, আশায় ছিলাম এই ছন্দ পাবে। যে চাপ তৈরি হয়েছিলো তা সরানো উচিত ছিলো তার। এক পর্যায়ে গিয়ে মনে হয়েছে সে যেহেতু ধুঁকছে সতেজ কাউকে পাঠানো দরকার।'
Comments