গণতান্ত্রিক-স্থিতিশীল-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন জানালেন মোদি

বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি এমন প্রতিক্রিয়া জানান।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী মোদি দৃঢ়ভাবে জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এবং পারস্পরিক ও দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য লাভজনক এমন বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে।

মোদি একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরীখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার ওপর জোর দেন। পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্কের পরিবেশ নষ্ট করে এমন বাগাড়ম্বর বিষয় এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও পানিবণ্টন নিয়ে আলোচনা করেন।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে।

তিনি বলেন, 'সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অনুপ্রবেশ, বিশেষ করে রাতে অনুপ্রবেশ প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। দ্বিপাক্ষিক সমঝোতা আমাদের সম্পর্ক পর্যালোচনা ও এগিয়ে নিয়ে যেতে পারে।'

এছাড়া, নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, 'বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের ওপর হামলার ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তও করবে।'

বাংলাদেশ বিমসটকের চেয়ারের দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান মোদি এবং এই ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

1h ago