আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নেবে না: মাহফুজ আলম

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না। রাজনীতিক দল ও দেশি-বিদেশি উন্নয়ন সহযোগিদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার মনে করছে যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে।'

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। 

এর আগে, তিনি বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।

তথ্য উপদেষ্টা বলেন, 'প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, বিষয়টি তার ওপর নির্ভর করবে। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কি, দেবে না? অবশ্যই নির্বাচন হবে।'

'ডিসেম্বর অথবা জুন দুইটা টাইমলাইন রয়েছে। এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাহিরে সরকার হয়ত যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে,' বলেন তিনি।

গণমাধ্যম সংস্কার কমিশন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, 'গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেগুলো স্টেকহোল্ডারদের সঙ্গে বসে পর্যালোচনা করা হবে। পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যেটুকু করা সম্ভব তেমন সংস্কার করা হবে। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বেতন-ভাতার বিষয়টি রয়েছে, এটি সিরিয়াস ইস্যু। এ ছাড়া মালিকানা ইস্যুও রয়েছে। সবগুলো পর্যালোচনা করা হচ্ছে।'

এ সময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বিকেলে স্থানীয় প্রশাসন ও উপজেলার বিশিষ্ট্য ব্যক্তিবর্গের সাথে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি এর আগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সামাজিক কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া লামচরে মজুপুর গ্রামের বাড়িতে স্থানীয় গণমানুষের সাথে উঠান বৈঠকেও কথা বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

1h ago