‘৩ দিন ফোন ধরেননি’, ঘরে পাওয়া গেল নারীর বালিশ চাপা দেওয়া মরদেহ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ডেমরা এলাকা থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার ৫২৪ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার শরীর পচতে শুরু করায় পুলিশ ধারণা করছে, ওই নারীকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে।

লিপির ছোট বোন ফারজানা জানিয়েছেন, তার বোন ওই বাড়িতে একাই থাকতেন। গত তিন দিন ধরে লিপি ফোন ধরছিলেন না। রোববার তারা ডেমরা থানায় এসে পুলিশকে জানান।

তিনি আরও জানান, প্রায় এক দশক আগে লিপির স্বামী মারা যান। তাদের কোনো সন্তান নেই।

ফারজানা মনে করেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীর ছোট বোন অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে যায়। নিচের ঘরের কেঁচিগেট এবং দরজা খোলা পাওয়া যায়।'

'ওই নারীর মরদেহ বিছানায় ছিল, মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি-ডাকাতির ঘটনা বা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে,' বলেন তিনি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা ও আলামত সংগ্রহ করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

7h ago