‘বেতন দাও’ স্লোগানে শ্রম ভবনের সামনে শ্রমিকদের ভুখা মিছিল

পোশাকশ্রমিকদের ভুখা মিছিল। ছবি: হাসান সিকদার

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বাসন হাতে ভুখা মিছিল করেছেন পোশাকশ্রমিকরা।

আজ শুক্রবার বিকেল ৪টায় এই মিছিলটি করেন শ্রম ভবনের সামনে অবস্থানরত পোশাকশ্রমিকরা। মিছিলের সময় তাদের হাতে 'বেতন দাও' লিখা বাসন দেখা যায়।

মিছিলটি শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ‍পল্টন হয়ে জিপিও মোড়, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক ঘুরে পুনরায় শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে তারা 'কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না', 'দুনিয়ার মজদুর, এক হও এক হও', 'দিয়ে দে বেতন-ভাতা, নইলে খাবো তোদের ভাতা', 'তিন মাসের বেতন পাই না, সরকার খবর নেয় না', 'বেতনভাতার সংগ্রাম, চলছে চলবে' ইত্যাদি স্লোগান দেন।

এর আগে, শ্রমিকদের পাওনা মজুরি ও বোনাস নিয়ে শ্রম উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১টায় শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেন।

সেখানে আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রম উপদেষ্টা চরম মিথ্যাচার করেছেন। শ্রমিকসমাজ তা মেনে নেয়নি। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এছাড়াও তিনটি কারখানার কাছে পাওনা টাকার পরিমাণও তুলে ধরেন তারা। বলা হয়, ছয় কোটি ৭৫ লাখ বকেয়ার বিপরীতে গতকাল পরিশোধ করা হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দেবেন বলেও জানান।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

5h ago