ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন—এটা ভেইগ: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ শুনে 'হতাশ' হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা বলা হয়েছে, সেটা 'ভেইগ'।

ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, 'এটা ভেইগ। এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস—সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন দিতে হবে। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো কাটবে না।'

তিনি বলেন, 'আমি অত্যন্ত হতাশ হয়েছি, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে। বক্তব্যে তিনি সেই (নির্বাচনের) রোডম্যাপের কথা বলেননি। বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ এটাই ছিল ইতিহাস।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবারও সেই ইতিহাস বিকৃত হোক সেটা আমরা চাই না। প্রকৃত সত্যকে লালিত করে জনগণের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে ততই দ্রুত সব সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।'

আজ বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, '১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে এবং দীর্ঘ নয়মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ নয়মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন।'

তিনি উল্লেখ করেন, যে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই বাংলাদেশ আজও গঠন করা সম্ভব হয়নি।

'ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর এই জাতির ওপরে নির্যাতন চালিয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'তারা হত্যা করেছে, গুম-খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় নূন্যতম সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবে।'

মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে জাতিকে শুভেচ্ছা জানান এবং প্রত্যাশা করেন, 'অতি শিগগির আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।'

'বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট ও সরকারের কথা বলছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago