মোহামেডানকে জিতিয়ে মিরাজ-মুশফিকরা তামিমকে দেখতে ছুটলেন হাসপাতালে 

Mushfiqur Rahim

ম্যাচটিতে রনি তালুকদারের সঙ্গে ওপেন করার কথা ছিলো তামিম ইকবালের, সকালে মাঠে এসে টসও করেন মোহামেডান অধিনায়ক। তবে আকস্মিক অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করা তামিম এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাকে ছাড়া রান তাড়ায় নেমে রনি তালুকদারের সঙ্গে নেমে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ, দলে শাইনপুকুরের বিপক্ষে বড় জয় পেয়েছে তামিমের দল। এদিকে মিরপুরে আবাহনী লিমিটেডের আরেকটি দাপুটে দিনে আলো ছড়িয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের ম্যাচটি ছিলো ঘটনাবহুল। সকালে টস করার পর ফিল্ডিং করতে নামার আগেই বুকের ব্যথায় মাঠ ছাড়েন তামিম। পরে তার পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। বর্তমানে সাভারেরই একটি হাসপাতালে হার্টের ব্লক সারাতে রিং পরানো তামিম আছেন পর্যবেক্ষণে।

এই ম্যাচ শেষ করেই বিকেএসপিতে থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতাল ছুটে যান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজসহ মোহামেডানের ক্রিকেটাররা। 

Mahmudullah

এদিন সকালে টসের পর অধিনায়ক মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাইজুল ইসলাম, নাসুম আহমেদের তোপে ১০৭ রানে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নেন মোহামেডান। পরে রায়হান রাফসানের ৭৭ ও শরিফুল ইসলামের ৫৭ রানে ২২৩ রানের পুঁজি পেয়ে যায় শাইনপুকুর। জবাবে তামিমের বদলে রনির সঙ্গে হয়ে দারুণ খেলতে থাকেন মিরাজ। ওপেনিং জুটি থেকেই আসে ১৬৪ রান। ৮৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে মিরাজ ফেরেন, রনি ৮৬ বলে করেন ৬১ রান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ বলে করেন ২৭ রান। সাইফুদ্দিন ৩১ বলে ১৮ ও নাসুম ১৮ বলে ১৩ রান করে খেলা শেষ করেন।

এই জয়ে ৮ ম্যাচের ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট হলো মোহামেডানের। শিরোপা প্রত্যাশিরা উঠে এলো টেবিলের দুই নম্বরে।

Parvez Hossain Emon & Mosaddek Hossain Saikat
ছবি: ফিরোজ আহমেদ

নাহিদ-রাকিবুলের তোপের পর পারভেজের সেঞ্চুরিতে শীর্ষেই আবাহনী

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আরও একটি সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ের কারিগর তরুণ গতি তারকা নাহিদ রানা ও স্পিনার রাকিবুল হাসান। তাদের তোপে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব আটকে যায় স্রেফ ২০১ রানে।  ১০ ওভার বল করে ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন নাহিদ, ১৬ রানেই ৪ উইকেট পান স্পিনার রাকিবুল।

সহজ রান তাড়ায় ১৩৩ বলে ১৩ চার, ৫ ছক্কায় ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। এই জয়ে ৮ ম্যাচের ৭টা জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরেই রইল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। 

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

20m ago