‘ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব’

চট্টগ্রামে যুবদল-ছাত্রদল সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত আরও ৩

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের জিইসি এলাকায় যুবদল ও ছাত্রদলের সদস্যদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাহত হয়েছেন। এছাড়া, আরও দুইজন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাতে খুলশী থানার কুসুমবাগ ডেবার পাড় এলাকায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সূত্র জানিয়েছে, ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানানো নিয়ে এই সংঘর্ষ।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আহতরা হলেন—জিহাদুর রহমান জিয়াদ, কামাল হোসেন, আনোয়ার হোসেন মোনা ও রমিজ। এদের মধ্যে জিয়াদ ও কামাল যুবদলের সদস্য। পুলিশ জানিয়েছে, তারা শাহ আলমের সমর্থক।

জিয়াদের শরীরে দুটি গুলি লেগেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) তার অস্ত্রোপচার চলছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান কাওসার দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টার দিকে জিইসি এলাকায় ঈদের ব্যানার টানানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে দেবর পার এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

এই প্রতিবেদক মীর হেলাল ও শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই ঘটনার পরপরই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান কাওসারকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ ডেইলি স্টারকে বলেন, 'খুলশী থানার ওসিকে প্রত্যাহার এবং কোতয়ালী থানা পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেনকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।'

সংঘর্ষের কারণে প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'বদলি একটি সাধারণ প্রক্রিয়া। যেকোনো সময় যে কাউকে প্রত্যাহার করা হতে পারে।'

একাধিক সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, সংঘর্ষের পর ওয়্যারলেসে সিএমপি কমিশনার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেন।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago