এমন গোল দেখলে কে বলবে মেসি পেরিয়েছেন ৩৮!

Lionel Messi

ডি বক্সের বাইরে প্রতিপক্ষের ডিফেন্ডার ব্যাকপাস দিলেন সতীর্থকে। ক্ষিপ্র লিওনেল মেসি যেন পেয়ে গেলেন ঘ্রাণ। তীব্র বেগে ছুটে সেই ডিফেন্ডারের কাছ থেকে কেড়ে নিলেন বল, পরে বক্সে ঢুকে আরেক ডিফেন্ডারকে ডজ দিয়ে চিপ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়িয়ে দিলেন জালে। মেসির ঝলকে ইন্টার মায়ামিও ম্যাচ জিতল অনায়াসে।

মেজর লিগ সকারে এদিন আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ১১ মিনিটে পিছিয়ে যায় মায়ামি। ২০ মিনিটে দুর্দান্ত মুন্সিয়ানায় সেই গোল শোধ দিয়ে দেন মেসি। ১-১ গোলের এই সমতা বজায় ছিলো দীর্ঘ সময়। একটা পর্যায়ে মনে হচ্ছিলো জয় তুলতে পারবে না মায়ামি। একদম অন্তিম সময়ে গিয়ে ফাফা পিকল্ট গোল করলে দারুণ জয় পায় মেসির দল।

পিকল্ট ম্যাচ জেতানো গোল করলেও আলোচনায় মেসির গোলই। গোলের ধরণ তো বটেই বয়স ৩৮ পেরিয়ে যাওয়ায় আর্জেন্টাইন তারকার এমন ঝলক ভক্তদের জন্য আলাদা অর্থ বহন করে।

মেসিকে আর্জেন্টিনার জার্সি গায়ে এই মাসেই দেখবেন ভক্তরা। এই ম্যাচের পরই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ক্লাবগুলো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মেসিও যোফ দেবেন আর্জেন্টিনায় দলের সঙ্গে। ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আছে বিশ্ব চ্যাম্পিয়নদের।

Comments

The Daily Star  | English
narcotics cases pending despite deadline

4.8 lakh narcotics cases pending despite deadline

Judge shortage, lack of witnesses, inadequate court infrastructure blamed for delays

8h ago