আইপিএলে দুই বছর নিষিদ্ধ হ্যারি ব্রুক

harry brook

চলতি বছরের আইপিএলে দল পেলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক। একইভাবে খেলেননি গত আসরে। এবারের বড় নিলামের আগেই জানানো হয়েছিল, দল পেয়েও গ্রহণযোগ্য কারণ ছাড়া না খেললে দুই বছর নিষিদ্ধ করা হবে। এভাবে নিষিদ্ধ হওয়া প্রথম খেলোয়াড় হয়ে গেলেন ব্রুক।

২০২৫ আইপিএলের জন্য ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। গত রবিবার ২৬ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি নামবেন না আসন্ন আইপিএলের মঞ্চে। ২০২৪ আইপিএলে দিল্লি তাকে দলে এনেছিল ৪ কোটি রুপিতে। কিন্তু সেবার তিনি খেলেননি দাদীর মৃত্যুশোকে।

এবার আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চেয়ে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লিগে নেই ব্রুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে আছেন ব্রুক।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ব্রুককে নিষিদ্ধ করার ব্যাপারে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) তরফ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অবগত করা হয়েছে।

প্রতিভাবান ব্রুক আইপিএলের একটি আসরে মাঠে নেমেছেন। ২০২৩ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তবে সেঞ্চুরির বাইরে ব্যর্থ হয়ে মৌসুম শেষ করেন ১১ ম্যাচে মোট ১৯০ রান নিয়ে।

শেষ মুহূর্তে খেলোয়াড়দের সরে যাওয়া নিয়ে আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলো রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিল। চলতি আসরের বড় নিলামের আগে হওয়া বৈঠকে সব দলই এমন খেলোয়াড়দের নিষিদ্ধ করার ব্যাপারে একমত পোষণ করেছিল।

সাম্প্রতিককালে এরকম ঘটনার মুখোমুখি নিয়মিত হতে হয়েছে ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে। অনেকে নিলামে নাম দিয়ে যুক্ত হন, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুদিন আগে নিজেকে সরিয়ে নেন। তখন যোগ্য বদলি পাওয়া নিয়ে যেমন ভোগান্তিতে পড়তে হয়, দলগুলোর পরিকল্পনায়ও ব্যাঘাত ঘটে।

আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্স।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

2h ago