তৃতীয়বারের মতো আইসিসির মাসের সেরা খেলোয়াড় গিল

Shubman Gill

তৃতীয়বারের মতো আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন শুবমান গিল। ভারতের ওপেনার পেছনে ফেললেন লড়াইয়ে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে।

ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে বুধবার গিলকে নির্বাচিত করেছে আইসিসি। এর আগে আরও দুবার মাসের সেরা হয়েছিলেন তিনি, ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে।

গত মাসে গিল খেলেন পাঁচটি ওয়ানডে। ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ৪০৬ রান। সবগুলো ম্যাচেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টানা তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন গিল। নাগপুরে ৮৭ ও কটকে ৬০ রানের পর আহমেদাবাদে সেঞ্চুরি হাঁকান ডানহাতি ব্যাটার। ১০২ বলে ১৪টি চার ও তিনটি ছক্কায় ১১২ রান করেন তিনি। এমন দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।

এরপর কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছন্দ ধরে রাখেন ২৫ বছর বয়সী গিল। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচেও দুবাইতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ১২৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ১০১ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। এরপর একই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে করেন ৪৬ রান।

গত রোববার রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরে ভারত। গিল ছিলেন ওই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৪৭ গড়ে ১৮৮ রান করেন তিনি।

ফেব্রুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। তার সঙ্গে লড়াইয়ে থাকা সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাচা পুথাওং পেরে ওঠেননি।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago