গণঅভ্যুত্থানে আহতদের মানসিক ট্রমার চিকিৎসা প্রয়োজন: যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে দেখা করে সার্বিক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে 'আহতদের যথাযথ মানসিক ট্রমার চিকিৎসা প্রয়োজন। অনেকে পাঁচ মাসের বেশি সময় ধরে হাসপাতালে আছেন। এতে তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। যাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে, তারা স্বাভাবিক জীবনে ফিরে যাতে পারেন।'

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে দেখা করে সার্বিক বিষয়ে মতামত জানানোর সময় এ মন্তব্য করেছেন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্য ডা. মাহি মুকিত।

এই বিশেষজ্ঞ দলে রয়েছেন লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসক ডা. মাহি মুকিত ও ডা. নিয়াজ ইসলাম।

তারা ৮-১১ মার্চ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহত ১১৫ জন রোগীর ফলোআপ ও ২৩ জনের অপারেশন করেছেন। এ ছাড়া, তারা রোগীদের চিকিৎসা নথি যাচাই করে নিজেদের মতামত দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মেডিকেল দল নিম্নলিখিত মতামত দিয়েছেন—

১. বাংলাদেশের চক্ষু চিকিৎসকরা যে সেবা দিয়েছেন, তা সঠিক ও বিশ্বমানের।

২. এই ধরনের রোগীদের যুক্তরাজ্যেও একইভাবে চিকিৎসা করা হয়।

৩. চোখের ভেতরের গুলি যে পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে, তা সম্পূর্ণ সঠিক।

এই রোগীদের মধ্যে অনেকের চোখের বাইরে, মাথায়, মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন অংশে কিছু পিলেট রয়েছে। এগুলোর ব্যাপারে বিশেষজ্ঞ দল মতামত দিয়েছেন। একইসঙ্গে তারা ভবিষ্যতে এই চিকিৎসা সেবা দিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল বার্নিংহামের ডা. মোসলেহউদ্দিন ফরিদ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago