পিসিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই জানেন না, দাবি আফ্রিদির

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির কারণে ব্যাপক সমালোচনা চলছে পাকিস্তানি ক্রিকেটারদের। এরমধ্যে দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে আরেক বিতর্কের ঝড় তুলেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি তাকে জানিয়েছেন, তিনি 'ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না।'

লম্বা সময় পর নিজেদের মাঠে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করে উজ্জীবিত ছিল পাকিস্তান। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হারের কারণে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি বাতিল হলে গ্রুপের শেষ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে স্বাগতিকরা।

এই ব্যর্থতার পর পাকিস্তানের কোচ আকিব জাভেদের কৌশল ও খেলোয়াড় নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। মাত্র একজন মূল স্পিনার (আবরার আহমেদ) নিয়ে খেলতে নামে দলটি, যদিও নিজেরাই আয়োজক ছিল এই টুর্নামেন্টের।

এবার শহীদ আফ্রিদি পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেছেন, নাকভির উচিত এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করা, যারা ক্রিকেট বোঝেন, শুধুমাত্র আমলাদের দিয়ে কাজ চালানো নয়।

সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'কয়েক দিন আগে আমি লাহোরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। মাঠ উন্নয়ন ও গাদ্দাফি স্টেডিয়ামে করা কাজ বেশ ভালো হয়েছে, দেখতে সুন্দরও লাগছে। তিনি কাজ করেছেন এবং আরও কাজ করতে চান।'

'কিন্তু তিনিই আবার বলেন, তিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না। যখন আপনি ক্রিকেট বোঝেন না, তখন আপনার উচিত এমন দক্ষ ও অভিজ্ঞ লোকদের সঙ্গে কাজ করা, যারা ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত,' যোগ করেন তিনি।

গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেটে একাধিকবার নেতৃত্ব পরিবর্তন হয়েছে। একের পর এক কোচ পদত্যাগ করেছেন, অধিনায়কত্বও বদলেছে বারবার। আফ্রিদির মতে, অভিজ্ঞ পেশাদারদের অভাবে পাকিস্তানের সিনিয়র দলের পারফরম্যান্স নিম্নগামী হয়েছে। তিনি ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

'যে সব মুখ আমরা নির্বাচক কমিটি ও পরিচালনা পর্ষদে দেখছি, তারা ক্রিকেট বোঝেন না, তারা সবাই আমলা। তাদের ক্রিকেটের সঙ্গে কী সম্পর্ক? তারা নির্বাচক কমিটিতে বসে কী করছেন? তারা ঘরোয়া ক্রিকেট পরিচালনা করছে কেন?' প্রশ্ন তুলেছেন আফ্রিদি।

'পুরো দেশ পাকিস্তান দলের অবস্থা দেখছে। আপনাকে ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা শক্তিশালী করতে হবে। অভিভাবক যদি ভালো হয়, তবে শিশু নিজে থেকেই ভালো হয়ে উঠবে,' যোগ করেন সাবেক এই অধিনায়ক।

মোহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পাঞ্জাবের সাবেক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন এবং গত বছর পিসিবির চেয়ারম্যান পদ গ্রহণ করেন। তার সময়ে পাকিস্তান দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

7h ago