হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ পরিবারের ১২৪ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের পরিবারের পাঁচ সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ বা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

এসব অ্যাকাউন্টে ৫৭৭ দশমিক ৮৫ কোটি টাকা জমা আছে।

মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তাদের পরিবারের সদস্য বুশরা সিদ্দিক ও শাহীন সিদ্দিক।

তদন্ত দলের প্রধান দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এই বিষয়ে একটি আবেদন জমা দেওয়ার পর আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আবেদনে দুদক জানায়, শেখ হাসিনা এবং অন্যরা যেকোনো সময় এই অ্যাকাউন্ট থেকে অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাদের এটি করা থেকে বিরত রাখতে একটি আদেশ প্রয়োজন।

একই আদালত শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নয়টি প্রকল্প থেকে হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক তদন্ত শুরু করে।

২২ ডিসেম্বর কমিশন হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করে।

সেইসঙ্গে পূর্বাচল নিউটাউন প্রকল্পের প্লট পেতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গতকাল শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের চার সদস্যের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় অভিযোগপত্র অনুমোদন করে দুদক।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

54m ago