যুদ্ধবিরতি আলোচনার আগে মস্কোয় ইউক্রেনের বড় আকারে ড্রোন হামলা

মস্কোর এই আবাসিক ভবনটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি
মস্কোর এই আবাসিক ভবনটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি

রাশিয়ার বিরুদ্ধে বড় আকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার মূল লক্ষ্য রাজধানী মস্কো হলেও রাতভর হামলায় দেশজুড়ে ৩৩৭টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে বলেন, 'মস্কোর বিরুদ্ধে শত্রুদের বড় আকারে ড্রোন হামলা প্রতিরোধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।'

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা গেছে, রুশ সামরিক বাহিনী রাজধানীর আশেপাশে ৯১টি ড্রোন ভূপাতিত করেছে। কুরস্ক অঞ্চলে বাকি ১২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

মস্কোর দক্ষিণ শহরতলিতে অন্তত এক ব্যক্তি নিহত ও তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ।

তিনি আরও জানান, দক্ষিণ পূর্বাঞ্চলের অপর এক মহল্লায় ড্রোনের ধসে পড়া অংশের আঘাতে একটি আবাসিক ভবনের অন্তত সাতটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন সময় এই হামলা হলো যখন শীর্ষ মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সৌদি আরবে বৈঠকে বসতে চলেছেন।

ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশাবাদী, এই পরিকল্পনার মাধ্যমে তিনি তার দেশের প্রতি মার্কিন সমর্থন ফেরাতে পারবেন।

সম্প্রতি তিন বছরের যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে ট্রাম্প ইউক্রেনের প্রতি মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত করেছেন।

গত মাসে ট্রাম্প-জেলেনস্কির ভেস্তে যাওয়া বৈঠকের পর এটাই দুই পক্ষের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago