ফাইনালে টস হেরে লারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

ছবি: এএফপি

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড এতদিন এককভাবে ছিল ব্রায়ান লারার দখলে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির প্রায় ২৬ বছর ধরে টিকে থাকা বিব্রতকর অর্জনে এবার ভাগ বসালেন রোহিত শর্মা। ভারতের অধিনায়কও টানা ১২ ম্যাচে টস ভাগ্য পেলেন না পক্ষে।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচেও টস হেরেছেন দলটির অধিনায়ক রোহিত। টস ভাগ্যে তার এই বিড়ম্বনার ধারা শুরু হয়েছিল সেই ২০২৩ সালের নভেম্বরে। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছিলেন তিনি।

একই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজে টসে জয়শূন্য থাকেন রোহিত। এরপর ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরেও টস ভাগ্য তার পক্ষে একবারও আসেনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচের সবকটিতে টস হেরেছেন তিনি। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও তার একই নিয়তি।

এর আগে ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টস জিততে লারা। তার ও রোহিতের পেছনে টানা ১১ ম্যাচে টস হার নিয়ে আছেন পিটার বোরেন। নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারের টসের দুর্ভাগ্য ২০১১ সালের মার্চ থেকে শুরু হয়ে থেকেছে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত। এছাড়া আর কোনো অধিনায়ক ওয়ানডেতে টানা ১০ ম্যাচে টস হারেননি।

এই নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টস ভাগ্য নিজেদের পক্ষে পায়নি ভারত। বাকি তিনটিতে তাদের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। এতে দলটির অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ধারাটা কেবলই দীর্ঘ হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেটে আর মাত্র একটি দেশ টানা ১০টির বেশি ম্যাচে টস হেরেছে। দলটি হলো নেদারল্যান্ডস। তাদের অধিনায়ক বোরেনের দুর্ভাগ্যের কথা তো আগেই বলা হয়েছে!

সাম্প্রতিককালে টস নিয়ে এরকম অস্বস্তিতে ভুগেছে ইংল্যান্ড। ২০২৩ সালে টানা নয়টি ওয়ানডেতে টস হেরেছিল তারা। একইভাবে ২০১৭ সালেও টানা নয়টি ম্যাচে টস ভাগ্য পাশে পায়নি দলটি। ভিন্ন ভিন্ন সময়ে সমান সংখ্যক ওয়ানডেতে একই অবস্থা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের।

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago