সাভারে আবারও দিনেদুপুরে চলন্ত বাসে ছিনতাই

প্রতীকী ছবি | সংগৃহীত

ঢাকার সাভারে দিনেদুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের মুখে বাসের ২০-২৫ জন যাত্রীর মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা দ্য ডেইলি স্টারকে ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেদিন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত ৩ জন আহত হন।

ওসি জানান, আজ ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বাসের যাত্রী নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসে প্রায় ২০-২৫ জন যাত্রী ছিলেন। দুপুর ২টার দিকে বাসটি সাভার ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪-৫ জন বাসে ওঠে।'

'কেউ কিছু বুঝে ওঠার আগেই চাকু দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইলফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়। ৪-৫ মিনিট সময়ের মধ্যে এসব হয়। ছিনতাইকারীরা আমার স্মার্টফোনও নিয়ে গেছে,' বলেন তিনি।

ছিনতাইকারীরা কাউকে মারধর করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অস্ত্রের মুখে জিম্মি করে তারা সবাইকে ভয় দেখিয়েছে। ভয়েই যাত্রীরা মোবাইল, মানিব্যাগ দিয়ে দিয়েছে।'

ওসি জুয়েল রানা বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

57m ago