ধাওয়া খেয়ে রূপসায় ঝাঁপ, হত্যা মামলার আসামির ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা

শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের ধাওয়া খেয়ে খুলনার রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন হত্যা মামলার আসামি জুয়েল শেখ (৩৫)। আজ রোববার সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, জুয়েল শেখ খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি ও চর আইচগাতী এলাকার জহুর শেখের ছেলে। আজ সকাল সোয়া ৯টার দিকে সেনের বাজার এলাকায় রূপসার একটি চরের কাছে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, মাংস বিক্রির টাকা নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় সেনের বাজার এলাকায় তিন কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জুয়েল শেখ ও তার ভাই রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে আরিফকে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা জুয়েল শেখকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago