অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের গুলি-ছররা গুলিতে আহত রোগীদের কয়েকজন। ছবিটি গত ২৪ জুলাইয়ে তোলা। স্টার ফাইল ফটো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত এক হাজার ৪০১ জনকে 'জুলাই যোদ্ধা' হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। অতি গুরুতর আহত ৪৯৩ জনকে 'ক' শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে 'খ' শ্রেণিতে রেখে এই গেজেট প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার আহতদের তালিকা দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকাগুলো আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে। আহতদের ধরন ভেদে 'গ' শ্রেণির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।

গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি অভ্যুত্থানে ৮৩৪ জন শহিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই অভ্যুত্থানে নিহত ৮৩৪ জনের পরিবারের সদস্যরা ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন। এই টাকার মধ্যে চলতি (২০২৫–২৬) অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৬–২৭ অর্থবছরে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। এছাড়া প্রতিটি পরিবার মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী, আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

অন্যের সহায়তা ছাড়া জীবন পরিচালনা সম্ভব—এমন আহতদের ৪৯৩ জনকে 'এ' ক্যাটাগরিতে রাখা হয়েছে। তারা প্রত্যেকে ৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২ লাখ টাকা তারা পাবেন চলতি অর্থবছরে এবং আগামী অর্থবছরে পাবেন বাকি ৩ লাখ টাকা। এছাড়া প্রতি মাসে তারা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন, সরকারি হাসপাতালে পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসার সুযোগও পাবেন তারা। তাদের প্রত্যেককে পরিচয়পত্র দেওয়া হবে, তা দেখিয়ে সব ধরনের সরকারি সুবিধা নিতে পারবেন।

'বি' ক্যাটাগরিতে গুরুতর আহত ৯০৮ জন রয়েছেন। তারা ৩ লাখ টাকা পাবেন। এই টাকার মধ্যে চলতি অর্থবছরে ১ লাখ টাকা এবং আগামী অর্থবছরে ২ লাখ টাকা করে পাবেন। প্রতি মাসে তারা ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন। কর্ম-সহায়ক প্রশিক্ষণে অগ্রাধিকার-ভিত্তিতে কর্মসংস্থান পাবেন। তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে, যা দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন।

'সি' ক্যাটাগরিতে আহত ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন। তারা এককালীন ১ লাখ টাকা করে পাবেন। প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। তারা পুনর্বাসন সুবিধা পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

2h ago