ব্যবসায়ীকে বাড়িতে না পেয়ে ৩ ঘণ্টা খুঁজে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারের আশুলিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা সি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে। তিনি বাইপাইল চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

এ ঘটনায় মমিনুলের মা বাদী হয়ে আশুলিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল রাত ৮টার দিকে মমিনুলের সঙ্গে আশিকুল ইসলাম নামে একজনের কথা কাটাকাটি হয়। আশিকুল বিষয়টি রুবেল মুন্সী নামে একজনকে জানালে তিনি লোকজন নিয়ে মমিনুলের বাড়ি যান। তারা বাড়িতে মমিনুলকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। একপর্যায়ে রাত ১১টার দিকে বাইপাইল বসুন্ধরা সি ব্লকে মমিনুলকে দেখতে পেয়ে তারা রড, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে মমিনুলকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে তিনি মারা যান।

গ্রেপ্তাররা হলেন, আশুলিয়ার গাজীরচটের দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার মো. হারুনের ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), আশুলিয়ার পলাশবাড়ি বটতলার মো. রফিকের ছেলে মোহাম্মদ রাকিব (১৫), দক্ষিণ গাজীরচটের আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহিম (৪৮) এবং দক্ষিণ গাজীরচটের মৃত সোহেল মিয়ার ছেলে মো. রমজান (২৬)।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজনকে কোপানোর খবর পেয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরে তার মা মামলা করলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

29m ago