৩৩০ মিলিয়ন ডলারে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ৬ পণ্যবাহী জাহাজ

বিএসসি

দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি পণ্যবাহী জাহাজ কেনার প্রাথমিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আড়াই থেকে তিন হাজার টিইইউ ধারণ ক্ষমতাসম্পন্ন ছয় জাহাজের দাম পড়বে ৩৩০ দশমিক ৩২ মিলিয়ন ডলার।

আজ সকালে ডিএসইতে বিএসসির শেয়ার লেনদেন এক দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৮৮ টাকা হয়।

কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) সঙ্গে ধারণাপত্র সই হয়েছে। এখন সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

ইডিসিএফের চূড়ান্ত অনুমোদনের ওপর প্রকল্পটি বাস্তবায়ন নির্ভর করছে বলে জানিয়েছে বিএসসি।

বিএসসি প্রতিটি দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টিইইউএস ধারণ ক্ষমতাসম্পন্ন ছয়টি অতিরিক্ত জাহাজ কেনার জন্য পৃথক প্রকল্প হাতে নিয়েছে।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

21m ago