চ্যাম্পিয়ন্স ট্রফি

টুর্নামেন্টের আগের দিন ধাক্কা খেল নিউজিল্যান্ড

Lockie Ferguson

ত্রিদেশীয় সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রবল আত্মবিশ্বাস নিয়ে নামার অপেক্ষায় ছিলো নিউজিল্যান্ড। তবে তাদের বিশ্বাসের জমিনে কিছুটা আঘাত লেগেছে। ইনজুরিতে টুর্নামেন্টের আগের দিন ছিটকে গেছেন গতিময় পেসার লকি ফার্গুসন। ফার্গুসনের আকস্মিক চোটে কাইল জেমিসনকে দেশ থেকে আনার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, রবিবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় ফার্গুসন তার ডান পায়ে ব্যথা অনুভব করেন এবং প্রাথমিক চিকিৎসার পর্যবেক্ষণে মনে করা হচ্ছে যে ৩১ বছর বয়সী এই খেলোয়াড় পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না।

নিউজিল্যান্ড তাকে দেশে পাঠানোর এবং ক্যান্টারবারি কিংসের দ্রুতগতির বোলার কাইল জেমিসনকে আনার সিদ্ধান্ত নিয়েছে, যিনি শীঘ্রই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, 'আমরা লকির জন্য সত্যিই হতাশ।'

'লকি বোলিং গ্রুপের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বড় টুর্নামেন্টের অনেক অভিজ্ঞতা নিয়ে আসে এবং আমরা জানি যে সে আরও একটি বড় ইভেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য কতটা উন্মুখ ছিল।'

ফার্গুসনের চোটে যিনি দলে আসছেন সেই জেমিসন পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ১০ মাস মাঠের বাইরে ছিলেন। গত ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন। এবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে, স্টিড জেমিসন সম্পর্কে বলেন, 'কাইল প্রচুর গতি এবং অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে যা পাকিস্তানের এখানকার অবস্থার সঙ্গে মানানসই হবে।'

'সে ফিরে আসার পর থেকে দেখিয়েছে... সে সংক্ষিপ্ত ফরম্যাটে কতটা কার্যকর হতে পারে এবং সে সত্যিকারের গতি এবং শক্তি নিয়ে বোলিং করেছে যা আপনি একজন পেস বোলার থেকে আশা করেন, বিশেষ করে একটি বড় ইভেন্টে।'

নিউজিল্যান্ড তাদের দ্রুতগতির বোলার বেন সিয়ার্সকেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাচ্ছে না। ফার্গুসন সর্বশেষ দ্রুতগতির বোলার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন। ইনজুরির কারণে এই টুর্নামেন্টটি ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো খেলোয়াড়দের হারিয়েছে।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks snag on women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

2h ago