নির্বাচনী রোডম্যাপসহ ৪ দাবিতে ৬ জেলায় বিএনপির সমাবেশ আজ

বিএনপি

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিসহ চার দফা দাবিতে আজ বুধবার থেকে কর্মসূচিতে নামছে বিএনপি, প্রথম দিনে ৬টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

বিএনপি ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, যার প্রথমদিনে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও সুনামগঞ্জ জেলায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার লালমনিরহাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম খান, খুলনায় বক্তব্য দেবেন হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা দাবিতে এসব কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago