শূন্য পদে নিয়োগসহ ৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থা নিয়েছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা।

আজ রোববার ১১টার দিকে শাহবাগে প্রায় ৩০০ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী ও প্রতিবেদক জানান, বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। এসময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ এলাকায় ম্যাটস শিক্ষার্থীদের অবস্থানে সেখানে একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১১টায় তোলা ছবি। ছবি: পলাশ খান/ স্টার

শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা লংমার্চ করছেন।

বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইস উদ্দিন হৃদয় দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের প্রথম দাবি ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ। দীর্ঘদিন ধরে প্রায় ১২ থেকে ১৪ বছর আমাদের কোনো সরকারি নিয়োগ নাই। আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। সবার প্রমোশন আছে আমাদের নাই। আমাদের একটা অসঙ্গতিপূর্ণ বোর্ড দেওয়া হয়েছে।'

তিনি বলেন, আমরা আজকে ম্যাটস শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে জড়ো হয়েছি। গতবার আমরা আশ্বাসে চলে গেছি, এখন একটাই কথা একটাই দাবি এখান থেকে যে দপ্তর আমাদের ১৬ বছর কথা শোনেনি ওই দপ্তরে বসে আমরা আজ কোনো কথা বলব না। কথা হবে এই রাজপথে। যা হবে সব এখানে।'

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সাকিব মাহমুদ ডেইলি স্টারকে বলেন, বৈষম্যহীন বাংলাদেশের জুলাই বিপ্লব সংঘটিত হলেও ম্যাটস শিক্ষার্থীদের বৈষম্যের অবসান হয়নি। গত ২২ জানুয়ারি ৪ দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাটস শিক্ষার্থীরা। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৭ কর্মদিবসের মধ্যে দাবি পূরণ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়।

তিনি আরও বলেন, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এ ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি, এ কারণেই আমরা লং মার্চ বের করেছি।

এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। সেখানে পুলিশ মোতায়েন আছে। ছবি: প্রবীর দাশ/ স্টার

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল ম্যাটস শিক্ষার্থীরা।

এতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে। দাবিগুলো হচ্ছে—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে বন্ধকৃত নিয়োগ অতিদ্রুত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক দিতে হবে, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, আজ বেলা ১১টার দিকে ম্যাটস শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাচ্ছিল এরপর তারা জাদুঘরের সামনে অবস্থান নেয়। তারা শাহবাগ থেকে ঢাবি ক্যাম্পাসের দিকে সড়কে অবস্থান করছে। শাহবাগের মূল সড়কে যান চলাচল অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English
Bangladesh national election timeline

Preparing for election: EC targets Dec to get all its tasks done

There is no hard and fast decision on when the next election will be held, but the Election Commission is making preparations to hold it in December.

5h ago