ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সেরে উঠেছেন কোহলি

ছবি: এএফপি

হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি বিরাট কোহলি। তবে সেই চোট তেমন গুরুতর কিছু না হওয়ায় সেরে উঠতে বেশি সময় লাগেনি। আগামীকাল রোববার কটকে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডের আগেই ফিট হয়ে উঠেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার।

ম্যাচের আগের দিন গণমাধ্যমের কাছে কোহলির সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। অর্থাৎ একাদশে ফিরতে ৩৬ বছর বয়সী তারকার কোনো বাধা নেই। কোটাক বলেছেন, 'ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য কোহলি তৈরি। ও অনুশীলনে অংশ নিয়েছে এবং ও পুরোপুরি সুস্থ।'

গত বৃহস্পতিবার নাগপুরে টস করার সময় অধিনায়ক রোহিত শর্মা দিয়েছিলেন কোহলির চোটে পড়ার দুঃসংবাদ। ম্যাচের আগে হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল তাকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সন্নিকটে থাকায় এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল শঙ্কার। তবে সেই অনিশ্চয়তা উড়ে গেছে।

কোহলি না থাকায় প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। তরুণ ওপেনার ভালো করতে পারেননি, আউট হয়ে যান ২২ বলে ১৫ রান করে। অন্যদিকে, কোহলির পজিশনে অর্থাৎ চারে খেলা শ্রেয়াস আইয়ার দারুণ পারফর্ম করেন। তিনি ৯৬ বল মোকাবিলায় খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস।

কোহলিকে একাদশে রাখা হলে ওই দুজনের একজনকে জায়গা ছাড়তে হবে। সেটা কে হতে পারেন এমন প্রশ্নে ব্যাটিং কোচ বলেছেন, 'এটা অধিনায়ক রোহিত (শর্মা) ও কোচ (গৌতম) গম্ভীরের ওপর নির্ভর করছে। ওরাই সিদ্ধান্ত নেবে। আমি বলতে পারব না।'

কটকে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। পরিসংখ্যান অবশ্য তেমন ইতিবাচক নয়। তার ব্যাট থেকে এসেছে ২৯.৫০ গড়ে মোট ১১৮ রান। ২০১৯ সালের ডিসেম্বরে সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে চলমান এই সিরিজ শেষ হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দুবাই যাবে ভারত। নাগপুরে ৪ উইকেটে জেতায় তারা সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

Comments

The Daily Star  | English

6 months of interim govt: Citizens still in fear for safety

Many citizens feel unprotected and vulnerable since law enforcement agencies have not been able to regain control

9h ago