শীতকালীন দলবদল: ম্যান সিটির খরচ ২৭৩১ কোটি টাকা

২০২৪-২৫ মৌসুমের শীতকালীন দলবদলের সময়সীমা শেষ হয়ে গেছে। এবার সবচেয়ে বেশি খরচ করেছে সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা খরচ করেছে মোট ২১৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭৩১ কোটি ৫৯ লাখ টাকার বেশি। দলবদলের শেষদিনে সিটিজেনদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেজ।

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল কাউকেই দলে ভেড়ায়নি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা চোটে থাকলেও কোনো ফরোয়ার্ড টানেনি দুইয়ে অবস্থান করা আর্সেনাল। স্প্যানিশ লা লিগার দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাও এবারের দলবদলে নিষ্ক্রিয় ছিল।

বিশ্বজুড়ে অবশ্য বেশ কয়েকজন তারকা নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছেন তিনি। এরপর যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে।

শীতকালীন দলবদলে সবচেয়ে বেশি খরচ করা ক্লাব (শীর্ষ দশ):

ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড): ২১৭ মিলিয়ন ইউরো
আল নাসর (সৌদি আরব): ৭৭ মিলিয়ন ইউরো
রেন (ফ্রান্স): ৭৪.৬৫ মিলিয়ন ইউরো
পিএসজি (ফ্রান্স): ৭০ মিলিয়ন ইউরো
আল আহলি (সৌদি আরব): ৫৯ মিলিয়ন ইউরো
আরবি লাইপজিগ (জার্মানি): ৫৫.৫ মিলিয়ন ইউরো
কোমো (ইতালি): ৪৯.২০ মিলিয়ন ইউরো
ব্রাইটন (ইংল্যান্ড): ৪৮.৭৪ মিলিয়ন ইউরো
পালমেইরাস (ব্রাজিল): ৩৬.৬৫ মিলিয়ন ইউরো
জেনিট (রাশিয়া): ৩৩ মিলিয়ন ইউরো

উল্লেখযোগ্য দলবদল:

ইংল্যান্ড

ম্যানচেস্টার সিটি: নিকো গঞ্জালেজ (পোর্তো থেকে, ৬০ মিলিয়ন ইউরো); ওমর মারমুশ (ফ্রাঙ্কফুর্ট থেকে, ৭০ মিলিয়ন ইউরো); ভিতর রেইস (পালমেইরাস থেকে, ৩৬ মিলিয়ন ইউরো); আবদুকোদির খুসানভ (লেন্স থেকে, ৪০ মিলিয়ন ইউরো)
ম্যানচেস্টার ইউনাইটেড: প্যাট্রিক ডরগু (লেঁস থেকে, ৩০ মিলিয়ন ইউরো)
অ্যাস্টন ভিলা: মার্কাস র‍্যাশফোর্ড (ম্যান ইউনাইটেড থেকে, ধার); ডোনিয়েল মালেন (ডর্টমুন্ড থেকে, ২৪ মিলিয়ন ইউরো); মার্কো আসেনসিও (পিএসজি থেকে, ধার)

ইতালি

জুভেন্তাস: রন্দাল কোলো মুয়ানি (পিএসজি থেকে, ধার)
এসি মিলান: কাইল ওয়াকার (ম্যান সিটি থেকে, ধার); সান্তিয়াগো হিমেনেজ (ফেইনুর্ড থেকে, ৩২ মিলিয়ন ইউরো), জোয়াও ফেলিক্স (চেলসি থেকে, ধার)

জার্মানি

বায়ার লেভারকুসেন: এমিলিয়ানো বুয়েন্দিয়া (ভিলা থেকে, ধার)
বরুশিয়া ডর্টমুন্ড: কার্নি চুকুয়েমেকা (চেলসি থেকে, ধার)
আরবি লাইপজিগ: জাভি সিমন্স (পিএসজি থেকে, ৫০ মিলিয়ন ইউরো)

স্পেন

রিয়াল বেতিস: আন্তোনি (ম্যান ইউনাইটেড থেকে, ধার)

ব্রাজিল

সান্তোস: নেইমার (আল হিলাল থেকে, ফ্রি এজেন্ট)

ফ্রান্স

পিএসজি: খাভিচা খাভারাৎস্খেলিয়া (নাপোলি থেকে, ৭০ মিলিয়ন ইউরো)

তুরস্ক

গালাতাসারাই: আলভারো মোরাতা (মিলান থেকে, ধার)

সৌদি আরব

আল নাসর: জন দুরান (ভিলা থেকে, ৭৭ মিলিয়ন ইউরো)।

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

1h ago