অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার ভারতীয় অভিবাসীদের বহনকারী প্রথম মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র ছেড়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে। অভিবাসীদের বহন করা ট্রাম্প প্রশাসনের সামরিক ফ্লাইটগুলোর মধ্যে এটি সবচেয়ে দূরের গন্তব্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানায়, সেনাবাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের ভারতে ফেরত নেওয়া হচ্ছে, যেখানে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।
পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো শুরু হয়েছে।
এখন পর্যন্ত সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে।
গত মাসে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিপত্রহীন ভারতীয় অভিবাসীর সংখ্যা আরও অনেক।
পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে, যা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।
Comments