শূন্যের তালিকায় মাশরাফি-ইমরুলকে ছাড়িয়ে গেলেন সৌম্য, সামনে বিজয়
কোনো বল খেলার আগেই রানআউট হয়ে গেলেন সৌম্য সরকার। রংপুর রাইডার্সের বাঁহাতি ওপেনারের তাই খোলা হলো না রানের খাতা। বিপিএলে সর্বোচ্চবার শূন্যতে আউট হওয়ার তালিকায় তিনি উঠে গেলেন এককভাবে দুইয়ে। তার সামনে আছেন কেবল শীর্ষে থাকা এনামুল হক বিজয়।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ওপেনিংয়ে জেমস ভিন্সের সঙ্গে নামেন সৌম্য। ইনিংসের দ্বিতীয় বলেই তাকে ফিরতে হয় সাজঘরে।
সেখানে দায় মূলত আইএল টি-টোয়েন্টি খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে সকালে ঢাকায় পৌঁছে দুপুরে মাঠে নেমে যাওয়া ভিন্সের। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের বল শর্ট মিড অনে ঠেলে রান নিতে চেয়েছিলেন ইংলিশ ব্যাটার। কিন্তু বিপদ আঁচ করতে পেরে আর এগোননি। ততক্ষণে তার ডাকে সাড়া দেওয়া সৌম্য পৌঁছে গিয়েছিলেন পিচের মাঝে। তিনি আর ফিরতে পারেননি। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের থ্রো ধরে খুলনার অধিনায়ক মিরাজ যখন নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন, সৌম্য তখন ক্রিজ থেকে সামান্য দূরে।
বিপিএলে ১০৩ ম্যাচের ১০১ ইনিংসে এটি সৌম্যর দ্বাদশ শূন্য। এতদিন তার সঙ্গে যৌথভাবে দুইয়ে থাকা মাশরাফি বিন মর্তুজা ও ইমরুল কায়েস গেছেন তিনে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরে তারা সমান ১১ বার করে শূন্য রানে আউট হয়েছেন। পেসার মাশরাফি খেলেছেন ১১০ ম্যাচের ৬০ ইনিংস, টপ অর্ডার ব্যাটার ইমরুল খেলেছেন ১১৫ ম্যাচের ১১৩ ইনিংস।
১৩টি শূন্য নিয়ে এবারের আসরের আগে থেকেই শীর্ষে ছিলেন বিজয়। সেই রেকর্ড আরও 'সমৃদ্ধ' হয়েছে। চলতি বিপিএলে আরও দুবার খালি হাতে বিদায় নেওয়ায় এখন ১৩১ ম্যাচের ১২৫ ইনিংসে তার শূন্য ১৫টি।
ব্যাট হাতে অবশ্য আসরটি ভালো কেটেছে বিজয়ের। খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়াসহ নানা নেতিবাচক ইস্যুতে জর্জরিত তার দল দুর্বার রাজশাহী লিগ পর্ব থেকে ছিটকে গেলেও তিনি ১২ ম্যাচে করেছেন ৩৯২ রান। তার গড় ৩৯.২০ ও স্ট্রাইক রেট ১৩০.৬৬। দুটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
সৌম্যর দুর্ভাগ্যের দিনে বিপিএল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রংপুরেরও। এবারের আসরে টানা আট জয়ে দুর্দান্ত শুরুর পর খেই হারিয়ে টানা পাঁচ হারের তেতো স্বাদ মিলল তাদের। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয় রংপুর। এরপর ৯ উইকেট ও ৫৮ বল হাতে রেখে অনায়াসে জিতে খুলনা জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
Comments