৩ সপ্তাহ ধরে পরিবারের সবাই খোলা সয়াবিন তেল খাচ্ছি: বাণিজ্য উপদেষ্টা

শেখ বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, তিনি ও তার পরিবার গত তিন সপ্তাহ ধরে খোলা সয়াবিন তেল খাচ্ছেন।

তিনি বলেন, 'গত তিন সপ্তাহ ধরে আমি এবং আমার পরিবারের সবাই খোলা তেল খাচ্ছি। কারণ খোলা ও প্যাকেট তেলের মধ্যে কোনো পার্থক্য নেই। একমাত্র পার্থক্য হচ্ছে দাম। আনন্যাসেসারিলি প্রাইস বেশি।'

আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান'।

শেখ বশিরউদ্দীন বলেন, 'ছোটবেলায় আমি দেখেছি, আমার আব্বা বা বাসার লোকজন খোলা তেল নিয়ে আসতেন... আমার কাছে মনে হয় এটা মূল্য সাশ্রয়ী। কেন আমি খামোখা প্যাকেটজাত তেল খেতে যাব?'

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, 'স্বপ্ন আমার কাছে খোলা সয়াবিন তেল বিক্রির অ্যাপ্রুভাল চেয়েছিল, আমরা সেটারও অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি।'

বর্তমানে সয়াবিন তেলে ভিটামিন এ মিশ্রণ বাধ্যতামূলক উল্লেখ করে সেটিকে ঐচ্ছিক করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

'আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের যে দাম দেখছি, তাতে তো দেশে দাম কমার কথা। বাড়ার কোনো কারণ তো দেখি না।'

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, 'আমার মনে হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার। কারণ, বায়তুল মোকাররমের খতিবের যদি পালিয়ে যাওয়া লাগে, তাহলে বুঝতে হবে কী পরিমাণ ধ্বংস করা হয়েছে সব খাত। হেন কোনো প্রতিষ্ঠান ছিল না, যা ধ্বংস করা হয়নি। সব অপরাধীর মধ্যে একটা জোট তৈরি হয়েছিল।'

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 house demolition unfortunate: CA

The demolition of the house was a reaction to Hasina's violent behaviour, Chief Adviser's Press Wing said in a statement

36m ago