এবার আমতলীতে তিতুমীর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে রাজধানীর আমতলী মোড়ে মহাসড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা এই অবরোধ করেন। এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ছবি: স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, আজ দুপুর ১২টার দিকে মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আমতলী মোড় থেকে গুলশান-১ ও গুলশান-১ থেকে আমতলী পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে তারা মিছিল নিয়ে আমতলী মোড়ের দিকে যান এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

এদিকে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ দুপুরে একনেক মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সময় বেঁধে একটা কলেজকে হঠাৎ করে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তোলা যৌক্তিক দাবি না।'

ছবি: পলাশ খান/স্টার

তিনি বলেন, 'আমরা এখন থেকে আর এভাবে সময় বেঁধে দেয়া, দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না, যেটা শুধু আমাদের সময়ের না, অযৌক্তিক সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতের জন্যও বোঝা হয়ে থাকবে।'

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যদি কর্মসূচি দিতেই হয় এমনভাবে দিক যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা সব দাবি-দাওয়া মানার জন্য এখানে আসিনি। আমরা এসেছি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। সেই ফাঁকে ছোটখাটো রিফর্ম করতে পারব, দাবি দাওয়া পূরণ না।'

ছবি: পলাশ খান/স্টার

শিক্ষা উপদেষ্টা বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় সাতটা কলেজকে চায় না। সাত কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না। এটা যুক্তিসঙ্গত। শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য ইউজিসি চেয়ারম্যানের অধীনে একটা বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে।'

'এর মধ্যে তিতুমীর কলেজও অন্তর্ভুক্ত। তাদেরকেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এখানে। এই কমিটি সাত কলেজের শিক্ষার্থীদের যত বিড়ম্বনা, অসুবিধা জানতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাতেও বসেছে,' বলেন তিনি।

ছবি: পলাশ খান/স্টার

উপদেষ্টা বলেন, 'তিতুমীর কলেজকেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এখানে। এই সাত কলেজ বাদেও সারাদেশে ভালো ঐতিহ্যবাহী কলেজ রয়েছে। এগুলার কোনোটাকেই তো আর বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না।' 

'গত সাত বছরেই অর্ধেক বিশ্ববিদ্যালয় হয়েছে। এত দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয় তৈরির রেকর্ড বাংলাদেশ করেছে। একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েকবছর লেগে যায়। তবে বর্তমানে সাত কলেজের জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

2h ago