সাবেক মন্ত্রী মোজাম্মেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সাবেক প্রতিমন্ত্রী এনামুর কারাগারে

আ ক ম মোজাম্মেল হক এবং ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ রোববার দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারি কাজে কমিশন নেওয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

এতে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে মোজাম্মেল হক দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

অপরদিকে, ঢাকার মিরপুর এলাকায় ২০২৪ সালের ১৯ জুলাই হকার সাগরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম তাকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

হকার সাগরের মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে, যা যাচাই-বাছাই চলছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এনামুরকে কারাগারে আটক রাখতে আদালতের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

ঘটনাটি মিরপুরে ঘটলেও এনামুরের নির্বাচনী এলাকা সাভার এবং তাকে হয়রানি করার জন্যই মামলায় জড়ানো হয়েছে, তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা উচিত- এই বলে জামিন আবেদন করে আসামিপক্ষ।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিপক্ষের বক্তব্য নাকচ করে এনামুরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

As part of their continued agitation, the protesters enforced a complete blockade of Nagar Bhaban today

10m ago