সুপারস্টার খোঁজার মিশনে মিথিলার সঙ্গে যারা
দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পী ও রিয়েলিটি শো' দীপ্ত স্টার হান্ট'।
'দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!'– এ আহ্বান সামনে নিয়েই এর যাত্রা শুরু হয়েছে।
প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন।
গতকাল সোমবার দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয় এই রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেন।
প্রথম পর্যায়ের অডিশনে সম্মানিত জুরি ছিলেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজি সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ, আজিজুল হাকিম।
এই শোয়ের সেরা প্রতিযোগিরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েবসিরিজ, ওয়েবফিল্ম ও বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন।
দীপ্ত স্টার হান্টের অসংখ্য প্রতিভাবানদের মধ্য থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার গুরুদায়িত্ব পালন করবেন স্ব স্ব ক্ষেত্রে জননন্দিত তিন সম্মানিত জুরি অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
অভিনয় ও নির্মাণের জায়গা থেকে তিনজনই দীর্ঘসময় ধরে মিডিয়ায় তাদের কাজের মাধ্যমে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন। এবার ভিন্ন এক মিশনে সুপারস্টার খুঁজে আনতে হবে এই তিনজনকে।
Comments