দাবি নিয়ে আজও শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ছবি: প্রবীর দাশ/ স্টার

জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকেরা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় তাদের অবস্থান নিতে দেখা যায়। 

তাদের দাবি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করা হোক।  

ছবি: প্রবীর দাশ/ স্টার

আন্দোলনরত শিক্ষকেরা জানান, গতকাল থেকেই তারা শাহবাগ এলাকায় অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাবেন না তারা।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, চারুকলার সামনের রাস্তায় মাদরাসা শিক্ষকেরা অবস্থান কমর্সূচি পালন করছেন। এর ফলে টিএসসি থেকে চারুকলা হয়ে শাহবাগে যাওয়ার রাস্তা বন্ধ আছে। তবে শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথ খোলা আছে।

নীলফামারীর সৈয়দপুর থেকে আসা শিক্ষক মো. মোকসুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, জাতীকরণের দাবিতে আমরা এখানে বসেছি। যতক্ষণ দাবি আদায় না হবে আমরা যাবো না।  

আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য রবিউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আমাদের একটাই দাবি জাতীয়করণ করা। সেজন্যই আমরা এখানে এসেছি।

এসময় শাহবাগে অনেক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

শাহবাগে পুলিশের অবস্থান। ছবি: প্রবীর দাশ/ স্টার

গতকাল একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হন।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A Public Security Division joint secretary confirmed the matter

2h ago