দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের কংগ্রেস সেন্টারে ‘দ্য স্টেট অব ক্লাইমেট অ্যান্ড ন্যাচার’ সেশনে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চারদিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন।

আজ শনিবার বিকেল ৫টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী উড়োজাহাজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি চারজন সরকার ও রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রিপর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ বা সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ডব্লিউইএফ আয়োজিত নয়টি অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ), সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আটটি আয়োজন এবং আরও দুইটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইটটি গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Comments

The Daily Star  | English

Train drivers decide to go on strike from midnight

A meeting between the railway authorities and the leaders of the drivers' association ended unsuccessfully tonight, as the latter vowed to go for a strike unless their demands are met

39m ago