লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ফিরেছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তিনি হাসপাতালটি থেকে বাসায় যান।
লন্ডন ক্লিনিকের ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে খালেদা জিয়া বাসায় চিকিৎসা চালিয়ে যাবেন।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তাকে হাসপাতালে থেকে উত্তর লন্ডনের কিংস্টনে তাদের বাসায় নিয়ে যান। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেএম জাহিদ হোসেন জানান, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এখনও লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তার বয়স ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়।
Comments