চোটের কারণে অবসর জোকোভিচের, ফাইনালে জভেরেভ

অ্যালেক্স জভেরেভের বিরুদ্ধে প্রথম সেট ৭-৬(৫) ব্যবধানে হেরেছিলেন নোভাক জোকোভিচ। তবে প্রথম সেটে হেরে ঘুরে দাঁড়ানোর অনেক গল্প লিখেছেন এই তারকা। এদিন সেই সুযোগ পেলেন না। চোটের কারণে আর খেলতেই পারলেন না। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন জভেরেভ।

রড লেভার অ্যারেনায় শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে চোটের কারণে কোর্ট থেকে সরে দাঁড়ান জোকোভিচ। তাতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট পেলেন জার্মান খেলোয়াড় জভেরেভ। রোববারের ফাইনালে জ্যানিক সিনার ও বেন শেলটনের মধ্যে জয়ী খেলোয়াড়ের মুখোমুখি হবেন, যেখানে তিনি তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য লড়বেন।

তবে প্রথম সেটে দারুণ লড়াই হয় জভেরেভের বিপক্ষে। প্রায় ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াই গড়ায় টাই-ব্রেকারে। সেখানে শেষ পর্যন্ত ৬–৭ (৫–৭) জেতেন জভেরেভ। প্রথম সেটে লড়াইয়ের সময়ই বাঁ পায়ে অস্বস্তি বোধ করছিলেন জোকোভিচ। সেই সেট শেষেই নিজেকে প্রত্যাহার করে নেন ২৪ গ্র্যান্ডস্লামজয়ী এই কিংবদন্তি।

তবে জোকোভিচের সরে দাঁড়ানো পছন্দ হয়নি দর্শকদের। দুয়ো দিতেও দ্বিধা করেননি। তার উত্তরে এই সার্বিয়ান বলেছেন, 'সবার আগে যে কথাটা বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই।'

'কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে গত ২০ বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। তার এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো, সত্যি সত্যিই সেটা অসম্ভব,' যোগ করেন জোকোভিচ।

কোয়ার্টার ফাইনালেও বাঁ পায়ে চোট ছিল জোকোভিচের। প্রথম সেটে খেলার মাঝে পায়ে টেপ মেরে কোর্টে ফিরেছিলেন। সেই ম্যাচে কার্লোস আলকারেজের কাছে প্রথম সেট হেরে টানা তিন সেট জিতে সেমিতে উঠেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

1h ago